ঢাবিতে লগি-বৈঠা হাতে আ.লীগ নেতাকর্মীদের মহড়া

আপডেট: October 28, 2023 |
inbound1904327443071678449
print news

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে লাঠি, লগি-বৈঠা, রড, স্টাম্প নিয়ে মহড়া দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের দেখা গেছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা রড, স্টাম্প, জিআই পাইপ, লাঠি-সোঁটা নিয়ে মহড়া দিচ্ছে।

এসময় তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নাম সম্বলিত অর্ধশতাধিক বাস টিএসসি এলাকায় পার্কিং করতে দেখা যায়। এতে করে ক্যাম্পাসে যান চলাচল প্রায় বন্ধ হতে দেখা যায়।

শাহবাগ থেকে দোয়েল চত্বর এলাকায় ঢাকার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ছোট ছোট মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দিকে যেতে দেখা যায়।

টিএসসি থেকে শহীদ মিনার সড়কে ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। এসময় অনেকের হাতেই লাঠি, স্টাম্প, পাইপ দেখা যায়।

কয়েকজনকে লাঠি ও পাইপে দলীয় পতাকা বেঁধে রাখতে দেখা যায়।

Share Now

এই বিভাগের আরও খবর