জয় শাহরিয়ারের সাথে একই কনসার্টে গান শোনেবেন নচিকেতা চক্রবর্তী

আপডেট: November 6, 2023 |
boishakhinews 27
print news

 

নচিকেতা চক্রবর্তী ঢাকার শ্রোতাদের গান শোনাতে আসছেন। আগামী ১০ নভেম্বর নচিকেতা ঢাকার মঞ্চে সংগীত পরিবেশন করবেন।
‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ শিরোনামে এ কনসার্টে শিল্পী জয় শাহরিয়ারও গান গাইবেন।

কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য নচিকেতার সংগীত ক্যারিয়ারের ৩০ বছর উদযাপন। ১৯৯৩ সালে প্রকাশ পায় নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’। তারপর ৩০ বছর ধরে বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন এই শিল্পী নিজের কথা, সুর আর কণ্ঠে।

কলকাতায় এরই মধ্যে এ আয়োজন উদযাপিত হয়েছে ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে। এরই ধারাবাহিকতায় ঢাকায় শিল্পীর অনুরাগীদের জন্য এমন আয়োজন করছে ‘আজব রেকর্ডস ও আজব কারখানা’।

এরই মধ্যে অনুষ্ঠানের টিকেট বিক্রি শুরু হয়েছে অনলাইনে ‘গেট সেট রক’ ওয়েবসাইটে। অনুষ্ঠানের সহযোগী হিসেবে আছে টফি, গোযায়ান, নেসক্যাফে, আমার পে ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘গত জুলাইয়ে আমি যখন কলকাতা যাই, তখন নচিকেতা দাদার কাছে বাংলাদেশে তার ৩০ বছর উদযাপন করতে চাই বলেছিলাম। একটা কনসার্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করি। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। কিছু দিন পরই দাদা কনসার্টটির বিষয়ে সম্মতি দেন। মূলত তার ক্যারিয়ারের ৩০ বছর উদযাপন করতেই এ কনসার্ট।’

Share Now

এই বিভাগের আরও খবর