অবরোধের দ্বিতীয় দিনে কেন্দুয়া-ময়মনসিংহ সড়কে অবরোধ কর্মসূচি পালন


মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
সারাদেশে বিএনপি-জামাতের দ্বিতীয় দফা দাবি ৪৮ঘন্টা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার কেন্দুয়া বিএনপি অবরোধ কর্মসূচি পালন করেছে।
সোমবার কেন্দুয়া – ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কেন্দুয়া পৌরসভার হেলিপ্যাড মাঠ সংলগ্ন স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ কর্মসূচি পালন করে।
জানা যায়, নেত্রকোনা-৩ আসরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুইঁয়া দুলাল এর সমর্থকরা এ কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে নেতাকর্মীরা জানান, মিথ্যা ও গায়েবি মামলার কারণে অনেক নেতাকর্মী পালিয়ে বেড়াতে হচ্ছে।
তার পরেও মামলা হামলা মাথায় নিয়ে দেলোয়ার হোসেন ভুইঁয়া দুলাল এর তত্ত্বাবধানে তারা কেন্দ্রীয় নেতাদের নির্দেশ পালন করেছে।
যতদিন এই আ.লীগ সরকার বিদায় না হবে ততদিন তারা রাজপথে থাকবেন বলেও একাধিক নেতাকর্মী জানান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক, সোমবার ( ৬ নভেম্বর) সন্ধ্যার দিকে জানান, অবরোধের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কেন্দুয়া উপজেলায় কোথাও কোন সমস্যা হয়নি। সারাদিন পুলিশ ছিল কঠোর অবস্থানে।
যানবাহন চলাচল এবং মানুষের জীবন যাত্রা ছিল স্বাভাবিক। সকালের দিকে দুই একজায়গায় বিএনপির নেতাকর্মীরা অল্প কিছু লোকজন মিলে মিছিল করেছে। পরবর্তীতে পুলিশ ঘটনা স্থলে গেলে তারা পালিয়ে যায়।