আবারও ভূমিকম্পে কাঁপল নয়াদিল্লি

আপডেট: November 6, 2023 |
inbound2512658346395808114
print news

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৬।

গত তিন দিনে দ্বিতীয়বারের মতো সোমবার বিকেলের দিকে নেপালে আঘাত হানে এই ভূমিকম্প।

এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানায় ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় ৪টা ১৬ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে নেপালের পশ্চিমাঞ্চলে।

এই ভূমিকম্পে কেঁঁপে উঠেছে ভারতের রাজধানীসহ আরও কয়েকটি শহর।

দেশটির জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার উত্তরে নেপালের পশ্চিমাঞ্চলে।

গত ৩ নভেম্বর নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে দেশটিতে ১৫৫ জনের প্রাণহানি ঘটে।

সোমবারও নেপালের একই অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পে আতঙ্কিত লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা গেলেও এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর