দায়িত্ব ছেড়েছেন পাকিস্তানের বোলিং কোচ মরনে মরকেল

আপডেট: November 13, 2023 |
boishakhinews 76
print news

 

বিশ্বকাপ থেকে বিদায়ের দুই দিনের মাথায় দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের বোলিং কোচ মরনে মরকেল। দক্ষিণ আফ্রিকান এই ফাস্ট বোলার গত জুনে শাহীন শাহ আফ্রিদিদের দায়িত্ব নিয়েছিলেন।

বিশ্বকাপে পাকিস্তানি পেসাররা প্রত্যাশা মেটাতে পারেননি, এমনটাই বলা হচ্ছে। শাহীন আফ্রিদি হয়তো সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ওপরের দিকেই আছেন; কিন্তু প্রয়োজনীয় মূহূর্তে জ্বলে উঠতে না পারায় তাঁরও সমালোচনা হয়েছে।

মরকেলের সঙ্গে পিসিবির চুক্তি ছিল অবশ্য ছয় মাসের। সামনের মাসেই তাঁর মেয়াদ শেষ হতো। কিন্তু সে পর্যন্ত না থেকে এই দক্ষিণ আফ্রিকান আজ নিজেই দায়িত্ব ছেড়েছেন। পাকিস্তান ডিসেম্বরেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে।

সেখানে আফ্রিদি, হারিস রউফদের দায়িত্বে নতুন কাউকেই হয়তো দেখা যাবে।
এর আগে আরেক দক্ষিণ আফ্রিকান অ্যালান ডোনাল্ডও বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর