অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিধান

আপডেট: November 14, 2023 |
inbound2567679769411123596
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতির প্রাপ্ত বগুড়া জেলার তিনজনকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি।

inbound3191133403362480060

মঙ্গলবার ( ১৪ নভেম্বর) ডিআইজি রাজশাহী রেঞ্জ অফিস কার্যালয়ে বগুড়া জেলার তিন জনকে অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান করা হয়।

inbound5922494789850972556

পুলিশ,সুপার পদে পদোন্নতি প্রাপ্তারা হেলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ স্নিগ্ধ আখতার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আব্দুর রশিদ, এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি মোঃ মোতাহার হোসেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাদেরকে র‌্যাংক ব্যাজ পরিধান ও ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

inbound1020276494223833655

সাথে ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার।

inbound7372867765659787471

এসময় উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজিগন।

inbound547034273524831684

এছাড়াও পদোন্নতিপ্রাপ্ত সকল অফিসারদের সহধর্মিণী এসময় উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর