তপসীল ঘোষনাকে স্বাগত জানিয়ে শিবগঞ্জে আ.লীগের আনন্দ মিছিল


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ঘোষিত তপসীলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া বন্দরে শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচা সভা শিবগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদো সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
শিবগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, আওয়ামী লীগ নেতা হুমায়ন, টিপু, বকুল, দুলাল প্রধান, আনারুল, বাবু, আইয়ুব, সাইদুল ইসলাম, শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাফিউল সরকার সাফি, সাধারন সম্পাদক জামিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হুমায়ন,টিপু, বকুল,দুলাল প্রধান,আনারুল,বাবু আইয়ুব, সাইদুলইসলাম, শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল হালিম মন্ডল, ছাত্রলীগের সভাপতি এমরান হাসান চয়ন, সাধারন সম্পাদক উৎপল কুমারসহ প্রমুখ।