কুবির আন্তঃবিভাগ নাট্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

আপডেট: November 16, 2023 |
inbound392360181974530487
print news

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিভাগ নাট্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে প্রতিযোগিতাটি শুরু হয়ে রাত ১০ টায় ফলাফল ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

এ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

এছাড়া সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইয়াকুব।

ফলাফল ঘোষণার আগে বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগ তাদের নির্ধারিত নাটক প্রদর্শন করে।

এরপর থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান রহিম সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও থিয়েটার কুবির উপদেষ্টা এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, ‘নাটক একটা কমিউনিকেশন, যেখানে পারফর্মারদের সাথে দর্শকের সরাসরি যোগাযোগ হয়। থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ প্রতিবছর এরকম আয়োজন করার জন্য।’

তিনি আরও বলেন, ‘থিয়েটার লিডারশিপ শেখায়,থিয়েটার আমাদেরকে কথা বলা শেখায়। আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘নাটক সমাজের চিত্র তুলে ধরে।

প্রতিটা নাটকের একটা বার্তা থাকে। প্রতিটি নাটকপ যা দেখানো হয়েছে, তা শুধু নাটক না, এটা অনেক দিনের কঠোর পরিশ্রম, প্যাশন আর ডেডিকেশনের ফলাফল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ তোমাদের হাতে। আমি থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনকে ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ে তাদের সাংস্কৃতিক কার্যক্রমের জন্য।’

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, ‘প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি।

সামনের দিনেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। এই প্রতিযোগীতাকে সাফল্যমন্ডিত করতে বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগকে এভাবে এগিয়ে আসার অনুরোধ রইলো।’

এছাড়া এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. সোহরাব উদ্দিন সৌরভ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদা নাহিদ, উদীচী কুমিল্লা জেলার সভাপতি ফরিদ উদ্দিন।

Share Now

এই বিভাগের আরও খবর