তফসিলকে স্বাগত জানিয়ে জয়পুরহাটে আ.লীগের আনন্দ মিছিল


জয়পুরহাট প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।
তফসিল ঘোষণার পর শহরের আমতলী এলাকা থেকে শহর প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ মিছিলে নেতৃত্ব জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহসিন আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সদস্য রফিকুল ইসলাম রফিক, খোরশেদ আলম সৈকত, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালা,জেলা যুবলীগের আহ্বায়ক রাসেল দেওয়ান মিলন, আওয়ামী লীগ নেতা জাহিদ ইকবাল উপস্থিত ছিলেন।