পুকুরের পানিতে ডুবে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু

আপডেট: November 21, 2023 |
inbound7193887945204463472
print news

রেজাউল ইসলাম, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পুকুরে হাঁটু পানিতে ডুবে হাসনা খাতুন (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়। হাঁটু সমান পানিতে ডুবে রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বসুনিয়াপাড়ায় এই ঘটনা ঘটেছে। তিনি মৃত্যু ফজলে মিয়া স্ত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জোহরের আজানের কিছুক্ষণ আগে তিনি পুকুরের পাশে তার ভাগিনার বাসায় গিয়েছিলেন। আজান দেয়ার পর ফিরে আসেন বাড়ির দিকে।

পরে ওই এলাকার গফুর আলির পুকুরে ওই এলাকার নোরোল হুদা নামে একজন দেখতে পায়। পুকুরের কাছে গেলে স্পষ্ট হয় যে সেটা হাসনা খাতুনের মরদেহ।

পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত্যু বলে ঘোষনা করেন।

৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর