বরিশাল-৩ আসনে নৌকার মাঝি হতে চান জহির উদ্দিন খসরু


নিজস্ব প্রতিবেদক: বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু।
দীর্ঘ দিন ধরে এই আসনে কাজ করছেন সাবেক এই ছাত্রনেতা। তিনি মুলাদী বাবুগঞ্জের মানুষের বিপদে-আপদে পাশে থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি বিগত কয়েক বছর ধরে আওয়ামী লীগ ও বর্তমান সরকারের বিভিন্ন অর্জন তার এলাকার জনগণের কাছে প্রচার করে আসছেন।
যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরাসরি অংশগ্রহণ করেছেন। বিশেষ করে অনেক রাস্তাঘাট ও স্কুল-কলেজ নির্মাণের উদ্যোক্তা তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জহির উদ্দিন খসরু দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় বলেন, “আমি এলাকার মানুষের পাশে তাদের প্রয়োজনে সবসময় দাঁড়ানোর চেষ্টা করেছি। যার ফলে আমার এলাকার মানুষও এর প্রতিদান দিচ্ছেন আমার প্রতি তাদের বিপুল জনসমর্থন প্রকাশ করে।”
তিনি বলেন, যেহেতু জননেত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনে তরুণ ও জনপ্রিয় নেতৃত্বের হাতে নৌকা তুলে দিবেন সেহেতু আমি আশা করি মনোনয়ন পেলে আমার এলাকাবাসীর আকাঙ্ক্ষা পূরণ হবে এবং আমিও বিপুল ভোটে বিজয়ী হয়ে নেত্রীকে এই আসনটি উপহার দিতে সক্ষম হবো।