পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ঝলসে গেলো বৃদ্ধের হাত-পা

আপডেট: December 9, 2023 |
inbound6506649624448613363
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া রেলস্টেশনে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে মোজাম প্রামানিক(৭০) নামের এক বৃদ্ধের দুই হাত ও দুই পা ঝলসে গেছে।

শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুর আড়াউটার দিকে বগুড়া রেলস্টেশনের ওভারব্রিজের নিচে এ ককটেল বিস্ফোরণে বৃদ্ধ মোজাম প্রামানিকের দুই হাত ও দুই পা ঝলসে গুরুতর আহত হন।

আহত মোজাম প্রামানিক বগুড়া জেলার সোনাতলা থানাধীন তালতলা গ্রামের হিমদ প্রামানিকের ছেলে। তিনি রেলস্টেশন এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া রেলস্টেশনে থাকা ভাসমান শিশুরা ককটেল সদৃশ্য একটি বস্তু কুড়িয়ে পায়। এ সময় বৃদ্ধ মোজাম ইট দিয়ে ওই বস্তুটিকে আঘাত করলে তা বিস্ফোরিত হলে তার দুই হাত ও দুই পা ঝলসে যায়।

পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন,ককটেল বিস্ফোরণে মোজান নামে বৃদ্ধের দুই হাত-পা ঝলসে গেছে।

তিনি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আগের তুলনায় ভাল।

Share Now

এই বিভাগের আরও খবর