ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট: December 9, 2023 |
inbound5447973305174352845
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকাল ১১ টায় সচেতন নাগরিক কমিটি সনাক ও টিআইবির উদ্যোগে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

সনাক এর সহ-সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাক সদস্য ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক পান্না বালা, সিটি কলেজের অধ্যাপক ও সনাক সদস্য মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান।

তারা বলেন দুর্নীতি সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে। এখান থেকে বেরিয়ে আসতে না পারলে দেশের উন্নয়ন সাধিত হবে না।

যারা দুর্নীতি করে এবং দুর্নীতি করায় সবাই সমান অপরাধী। এদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে ১৭ টি দাবি তুলে ধরা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর