ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী দোলনের মনোনয়ন বৈধ হলো আপিলে

আপডেট: December 10, 2023 |
inbound558343753248551349
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছায়ে বাতিল হয় ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের প্রার্থীতা।

গত ৪ ডিসেম্বর ফরিদপুরের জেলা রিটারিং কর্মকর্তা এ আদেশ দেয়।

আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিল করে ওই স্বতন্ত্র প্রার্থী ।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে দোলনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেওয়া হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা টাইমস সম্পাদক ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন।

তিনি বলেন, অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশনের যে অঙ্গীকার, ইসির এই সিদ্ধান্তের মাধ্যমে সেটি আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছি।

এর আগে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছায়ের সময়ে ত্রুটি দেখিয়ে দোলনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল ঘোষণা দেওয়ার পর নির্বাচন কমিশনে আপিল করেন আরিফুর রহমান দোলন। সেই আপিলেই তাঁর মনোনয়নকে বৈধ ঘোষণা দিলো নির্বাচন কমিশন।

সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) আপিল শুনানর কার্যক্রম শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা আপিল শুনানি কার্যক্রমে উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কমিশনের প্রার্থীর ও আমাদের বক্তব্য শোনেন এবং জমা দেওয়া কাগজপত্র মূল্যায়ন করে তার প্রার্থীতা বৈধ ঘোষনা করেন।

দোলন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি।

Share Now

এই বিভাগের আরও খবর