নিখোঁজের ৫২ ঘন্টা পর পানগুছি নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট: December 11, 2023 |
inbound8822723566562364645
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ফজলুল হক (৭০) নামের বৃদ্ধ নিখোঁজ হন।

নিখোঁজের ৫২ ঘণ্টা পর রবিবার দিবাগত রাত ২ টার দিকে ভেসে উঠলে স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করেন।

নিখোঁজ ফজলুল হক পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ১১ টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ফজলুল হক(৭০) নামের ওই বৃদ্ধ নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার সময় সাথে থাকা ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, তার শালার(শেলিম শেখের) বিয়েতে বরযাত্রী যাবার পথে ফেরি পারাপারের সময় তার পিতা মোবাইল ফোনে কথা বলতে বলতে অসতর্কতাবশত বেরিয়ার পোস্টের বাইরে গেলে নদীতে পড়ে যায়।

Share Now

এই বিভাগের আরও খবর