ইবি মুট কোর্ট সোসাইটির উদ্বোধন

আপডেট: December 13, 2023 |
inbound1194830527754398363
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থীদের আইন, ঘটনা এবং আদালতের বাস্তব কাজকর্ম দক্ষতা বৃদ্ধি করতে ইবি মুট কোর্ট সোসাইটি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলয়ানতনে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সেলিম তোহা এর উদ্বোধন করেন।

বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাওয়ানা শারমিন নিশুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. হালিমা খাতুন, অধ্যাপক ড. মোছাঃ সৈয়দা সিদ্দীকা এবং সহযোগী অধ্যাপক ড. মাকসুদা খাতুন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবি মুট কোর্ট সোসাইটির মডারেটর অধ্যাপক ড. রেহেনা পারভীন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুট কোর্টের উদ্দেশ্যে এবং গুরুত্ব তুলে ধরেন।

বিভাগটির সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, গ্রাজুয়েশন শেষে কোর্টে অ্যাডভোকেটশিপ পেশায় ঢুকতে শিক্ষার্থীদের আইনবিষয়ক অনেক জ্ঞান প্রয়োজন।

এই মুট কোর্টের মাধ্যমে শিক্ষার্থীরা গ্রাজুয়েশনের পূর্বেই কোর্টের বাস্তব জ্ঞান সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারবে। যা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো: সেলিম তোহা বলেন, আইন পেশায় একটি নির্দিষ্ট সময়ে সুসংহতভাবে মৌখিক যুক্তি উপস্থাপনের সামর্থ্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশাবাদী মুট কোর্ট সোসাইটি সিম্পোজিয়াম, ডিবেট প্রতিযোগিতা, কর্মশালা, ট্রেনিং প্রোগ্রাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক আয়োজন করবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে আইন বিভাগের সুনাম বয়ে আনবে।

আলোচনা সভা শেষে বিভাগের দুইশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ব্যবহারিক জ্ঞান, মৌখিক এবং অ্যাডভোকেট দক্ষতা বৃদ্ধিতে মুটিংয়ের ভূমিকা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর