মোরেলগঞ্জে গরু বাধাঁকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

আপডেট: December 28, 2023 |
inbound2069454434895193927
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে গরু বাধাঁকে কেন্দ্র করে শফিজ উদ্দিন চাপরাশি (৭২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষেরা।

নিহত শফিজউদ্দিন নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামের মৃত তাছেন উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে বশির উদ্দিন চাপরাশি জানান,সকালে তার পিতা মাঠে গরু চড়াতে গেলে প্রতিবেশী মোশারফ তালুকদার বাধা দিলে বাক-বিতন্ডার এক পর্যায়ে তার পিতাকে পিটিয়ে হত্যা করে মোশাররফ তালুকদার।

বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে মোশারফ তালুকদার নামে একজনকে তাৎক্ষণিকভাবে আটক করেছে পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর