গাজার যুদ্ধ আঞ্চলিক সংঘাতে পরিণত হবে: জাতিসংঘ

আপডেট: December 30, 2023 |
Boishakhinews24 22
print news

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়বে। শুক্রবার (২৯ ডিসেম্বর) এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গুতেরেসের মুখপাত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

চলমান গাজা যুদ্ধ নিয়ে ওইদিন তার উদ্বেগ পুনর্ব্যক্ত করে গুতেরেস বলেন, গাজার যুদ্ধ আঞ্চলিক সংঘাতে পরিণত হবে।

এক বিবৃতিতে গুতেরেস বলেছেন, এখানে বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষের অব্যাহত ঝুঁকি রয়েছে। গাজায় সংঘাত যত দীর্ঘ হবে, একাধিক পক্ষের দ্বারা এই সংঘাত বাড়ানোর এবং ভুল পদক্ষেপ নেওয়ার ঝুঁকি রয়েছে।

জাতিসংঘের প্রধান আরও বলেছেন, দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার লড়াই, ইরাক ও সিরিয়া থেকে আক্রমণ এবং লোহিত সাগরে হুথিদের জাহাজে হামলা চালানোর মতো, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধিও ‘অত্যন্ত উদ্বেগজনক’।

এক বিবৃতিতে গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ‘এই অঞ্চলের পরিস্থিতির ক্রমবর্ধমানতা রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের যা যা করার ক্ষমতা আছে সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর সে প্রভাব খাটিয়ে তার সবকিছু করার আবেদন পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব।’

Share Now

এই বিভাগের আরও খবর