উদ্বোধনী ম্যাচে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল ঢাকা

আপডেট: January 19, 2024 |
inbound8092039212724331688
print news

পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দশম আসরের। এবারের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে দুর্দান্ত ঢাকা।

এই ম্যাচে টস জিতে নবাগত দুর্দান্ত ঢাকা আগে ফিল্ডিং করবে।

আজ শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে এই বড় টুর্নামেন্ট। মিরপুরে উদ্বোধনী ম্যাচে আজ দুপুর আড়াইটায় দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

নেতৃত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় লিটনের। এবার নেতৃত্বে বদল এসেছে। ইমরুলকে সরিয়ে লিটনের ওপর ভরসা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগের সবচেয়ে সফল দল ওরা।

দেশি-বিদেশির সমন্বয়ে দারুণ দল। কোচ সালাহউদ্দিনের পরিকল্পনা আর মোস্তাফিজ-হৃদয়ের মতো পরীক্ষিত পারফরমারদের নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। উড়ন্ত শুরুর লক্ষ্য কুমিল্লার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস বলেন, ‘সব দলই খুব ভালো। যে টিম ভালো খেলবে, তারাই জিতবে। আমি মনে করি, আমাদের টিমটা অনেক ব্যালেন্সড। যতগুলো খেলোয়াড় আছে, তারা সবাই ম্যাচ জেতানোর মতোন।’

দুর্দান্ত ঢাকা, নামে-ভারে পিছিয়ে। তাসকিন-শরিফুল দলের বড় তারকা। বিদেশি রিক্রুটও নামিদামি নয়। মোসাদ্দেকের নেতৃত্বে দলীয় সমন্বয় ঢাকার মূলমন্ত্র।

দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশে দুটো বেস্ট বোলার আমাদের টিমে আছে।

তাদের ওপর আমাদের অনেক আশা। তারা সেই আশার প্রতিদান দেবে— এটিই আশা।’

সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ, মাশরাফির নেতৃত্বে গেলবারের ফাইনালিস্ট ওরা। এবারও গড়েছে ভারসাম্যপূর্ণ দল। ম্যাশকে শুরু থেকে পাওয়ার আশা।

Share Now

এই বিভাগের আরও খবর