শিবগঞ্জে মোবাইলকোর্টে অটোরাইস মিলে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট: January 21, 2024 |
boishakhinews24.net 34
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে মোবাইলকোর্ট পরিচালনা করে মরিয়ম অটোরাস মিলে ২০ (বিশ) হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে বগুড়ার শিবগঞ্জে উপজেলার বুড়িগঞ্জ ও পিরব এলাকায় চালের মূল্য নিয়ন্ত্রণে অটোরাইস মিলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

এ সময় অনুমোদিত সিলিং এর বাইরে ধান মজুত রাখায় মরিয়ম অটোরাইস মিলকে ২০ (বিশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বহাী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার জানান, সকল খুচরা ও পাইকারি ধান ব্যবসায়ী, অটোরাইস মিল মালিক, খুচরা ও পাইকারি চাল বিক্রেতাগণকে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর