ফরিদপুর জেলা আ.লীগের উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে সংবর্ধনা

আপডেট: January 21, 2024 |
boishakhinews24.net 35
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-০১ আসনের সংসদ সদস্য জনাব আব্দুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ শহরের আলিপুর মোড়ে এক সংবর্ধনা প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ শনিবার বিকেল তিনটায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ‌ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানাজী, সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম নাছির সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণ সংবর্ধনায় বক্তারা বলেন যে, আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে দেশী-বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে।

আমাদের নিজেদের মধ্যে মতানৈক্য দূর করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

বক্তারা নেতৃবৃন্দকে সকল অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান এবং সকল স্তরের নেতৃবৃন্দকে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর