কুষ্টিয়া মহাসড়কের ড্রাম ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত

আপডেট: January 23, 2024 |
boishakhinews24.net 74
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় জামাল উদ্দিন মেম্বার (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালের দিকে শহরতলীর (কুষ্টিয়া-খুলনা মহাসড়কের) বটতৈল মোড় কেএনবির প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন মেম্বার কুষ্টিয়া সদর উপজেলার বল্লভপুর এলাকার মোশারফের ছেলে। তিনি বল্লভপুর এলাকার সরকার রাইস মিলের স্বত্বাধিকারী।

স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, জামাল মেম্বার বল্লভপুরে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীক কাজে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন।

এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক কেএনবি প্রতিষ্ঠানের সামনে পৌঁছামাত্র গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ব্যবসায়ীকে চাপা দেয়।

ঘটনাস্থলে চাল ব্যবসায়ী জামাল উদ্দিন মেম্বার মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর