লালমনিরহাটের ভ্যানচালক মানিকুল হত্যার মূল আসামি গ্রেফতার

আপডেট: January 23, 2024 |
boishakhinews24.net 75
print news

রকিবুল হাসান রিপন, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যানচালক মানিকুল হত্যার মূল আসামী সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।

ঘাতক সিরাজুল ইসলাম ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কান্দু মিয়ার পুত্র এবং একজন ভ্যানচালক বলে জানা যায়।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে একটি ভুট্টা ক্ষেত থেকে সিঙ্গিমারী ইউনিয়নের আব্দুর সাত্তারের ছেলে মানিকুলের মস্তকবিহীন দেহ উদ্ধার ও পরে ২০ জানুয়ারি সকালে একই এলাকায় একটি গর্ত থেকে মাথা উদ্ধার করে পুলিশ।

এরপর মানিকুলের মা শামসুন্নাহার বেগম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর