কুমারখালীতে যুগান্তরের ২৫ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

আপডেট: February 24, 2024 |
inbound6766372316154531411
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি: যুগান্তরের ২৫ বর্ষে পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে যুগান্তরের উপজেলা প্রতিনিধির কার্যালয়ে আলোচনা, দোয়া ও কেক কেটে উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকালে পৌর বাস টার্মিনাল সংলগ্ন খন্দকার মার্কেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় যুগান্তরের কুমারখালী উপজেলা প্রতিনিধি লিপু খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি ফরহাদ আমির টিপু, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মণি, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী হিরো, কুমারখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহমুদ শরীফ, গণমুক্তি প্রতিনিধি জাকের আলী শুভ, আজকের আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি এমএ ওহাব, বিজয় টিভি প্রতিনিধি তানভীর লিটন, নয়া দিগন্ত প্রতিনিধি সোহাগ মাহমুদ, চ্যানেল এস এর প্রতিনিধি মনোয়ার হোসেন, আমার সংবাদ প্রতিনিধি মাসুদ রানা, আনন্দ টিভি প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রিগান, দেশের বাণী প্রতিনিধি আসাদুজ্জামান সবুজ, সময়ের কাগজ প্রতিনিধি কনক, আন্তর্জাতিক মুক্ত মঞ্চ প্রতিনিধি খাদেমুল ইসলাম, বাংলাদেশ সমাচার প্রতিনিধি শাহিন হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বাহরুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন মাজহারী।

Share Now

এই বিভাগের আরও খবর