জয়পুরহাটে পুলিশ সুপার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: February 24, 2024 |
inbound3510863053746970252
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে পুলিশ সুপার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার সকাল সাড়ে ৭ টায় জেলার বটতলী মোড় থেকে পুলিশ লাইন গেইট পর্যন্ত এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে মোট ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় পাবনা জেলার ইমরান হাসান মাত্র ২৪ মিনিটে ৭.৫০ কি: মি: অতিক্রম করে প্রথম স্থান অর্জন করে, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী আহসান হাবীব দ্বিতীয় স্থান অর্জন করে এবং তৃতীয় স্থান অর্জন করে নীলফামারীর শ্যামল চন্দ্র রায়।

পরে পুলিশ লাইন ড্রিল শেডে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য দেন , জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে.এম.এ মামুন খান চিশতী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শ্বী প্রমুখ ।

আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন অতিথিরা।

Share Now

এই বিভাগের আরও খবর