বগুড়ায় চোর সন্দেহে মুক্তারকে পিটিয়ে হত্যা

আপডেট: February 24, 2024 |
inbound1229330383028114642
print news

শাহজাহান আল, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় চোর সন্দেহে মুক্তর আকন্দ (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাত ২ টার দিকে বগুড়া জেলা শহরের রাজাপুর হটিলাপুর মধ্যপাড়া এলাকায় মুক্তারকে চোর সন্দেহে আটক করে গণপিটুনিতে অহত করা হয়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পুলিশ এসে ঘটনাস্হ থেকে মুক্তার আকন্দকে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক) হাসপাতালে ভর্তি করান।

২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা ১১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তার আকন্দের মৃত্যু হয়। নিহত মুক্তারের লাশ বর্তমানে বগুড়া শজিমেকের মর্গে রাখা হয়েছে।

নিহত মুক্তার আকন্দ বগুড়া সদর উপজেলার মাটিডালী উত্তরপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন, বগুড়া সদর থানায় ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুজ্জামান।

ইন্সপেক্টর শাহিনুজ্জামান জানান, চোর সন্দেহ স্হানীয় জনতার হাতে আটক হওয়ার পর গণপিটুনিতে মুক্তার আকন্দ আহত হরে পরে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত মুক্তারের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িতের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর