চীনের অগ্নিকাণ্ডে নিহত ১৫, আহত ৪৪

আপডেট: February 24, 2024 |
inbound7387554603625387077
print news

চীনের পূর্বাঞ্চলীয় নানজিংয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে।

শুক্রবার সকালে অগ্নিকান্ডের সূত্রপাত হয়, কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত করা হয়েছে, আগুনের সূত্রপাত ভবনের প্রথম তলায়, যেখানে বৈদ্যুতিক বাইক রাখা হয়েছিল।

ভবনটি নানজিংয়ের ইউহুতাই জেলায় অবস্থিত, আট মিলিয়নেরও বেশি লোকের এই শহরটি সাংহাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার (১৬২ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৬টায় নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং শুক্রবার দুপুর ২টার দিকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর