ফরিদপুরে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

আপডেট: March 3, 2024 |
inbound2633501224684010126
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে ডাবলু বেপারী ‌(৫৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

রোববার (০৩ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে জেলা সদরের বাইতুল আমান রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডাবলু বেপারী জেলা শহরের টেপাখোলা রেল স্টেশন এলাকার আব্দুল গণি বেপারীর ছেলে। তিনি ভিক্ষাবৃত্তি করতেন। তিনি কানে কম শুনতেন এবং মানষিক সমস্যা ছিল বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

জানা গেছে, সকালে ডাবলু বেপারী বাইতুল আমান ৫ নং গেট ডান পাশ দিয়ে রেললাইন পাড় হচ্ছিলেন এ সময় রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর