মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২৭

আপডেট: March 4, 2024 |
inbound574251407965911981
print news

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৩ মার্চ) থেকে সোমবার (৪ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট, ৬৫ গ্রাম হেরোইন, সাত কেজি ৬৯৪ গ্রাম ৩৪০ পুরিয়া গাঁজা ও ৩০টি ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর