ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১১ জন

আপডেট: April 16, 2024 |
dsds 14
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কানাইপুরের দিগনগর এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এ্যাবলুম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন নারী, তিনজন পুরুষ ও দুজন শিশু।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, একটি পরিবারের লোকজন পিকআপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর