লালবাগে খানকায়ে কুশায়ী দরবারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট: April 23, 2024 |
pm 15
print news

মদিনা শরিফের আওলাদে রাসূল শেখ মোহাম্মদ ইসমাইল (রহ:) ও শেখ মোহাম্মদ জালাল উদ্দীন (রহ:) এর মাগফেরাত কামনা করে লালবাগে খানকায়ে কুশায়ী দরবারে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ এশা লালবাগে খানকায়ে কুশায়ী দরবারের আয়োজনে ১২ ই শরীফ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে আলোচনা ও মিলাদ মাহফিল দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান। মদিনা শরিফের আওলাদে রাসূল (সা:) শেখ মোহাম্মদ ইসমাইল ( রহ:) এবং শেখ জালাল উদ্দীন মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহী (রহ:) এর রুহের মাগফেরাতের জন্য খানকায়ে কুশায়ী এর পক্ষ থেকে দোয়া ও ছোয়াব রেসানী আয়োজন করে দরবারে

এই সময়ে উপস্থিত ছিলেন, পুরান ঢাকার বায়না নগরে পীর সাহেব বাড়ীর খানকার গদিনশীল মোহাম্মদ সাফেয়াত উল্লাহ চিশতি আল সাবেরী, শহীদুল্লাহ্, সাংবাদিক নেতা মো মোস্তাফিজুর রহমান মোস্তাক, সৈয়দ মাহবুবুর রহমান, সামদানী, কবি মাসুম,নূর মোহাম্মদ, সাংবাদিক জয় বড়ুয়া প্রমুখ

প্রথমে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পরে জিকির আশকার, মিলাদ মাহফিল শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান মরহুমদের আত্নার মাগফেরাত কামনা ও দেশ জাতির শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।শেষে আগত দরবারের ভক্ত ও আশেকানদের মাঝে তবারক বিতরন করা হয়।

 

Share Now

এই বিভাগের আরও খবর