মুন্সিগঞ্জে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

আপডেট: May 4, 2024 |
inbound4703984097516084720
print news

মুন্সিগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ির পাশে ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু ওই এলাকার দিনমজুর নূরে আলমের সন্তান আল-আমিন (০৬) ও মরিয়ম আক্তার (০৭)। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলো বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকালে তারা বাড়ির পাশে খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

পরে বাড়ির পাশের ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে সন্ধানের চেষ্টা করে স্থানীয়রা। পরে ওই পুকুর থেকে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের মরদেহ দাফন সম্পন্ন করার ব্যবস্থা করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর