রাজধানীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

আপডেট: May 6, 2024 |
inbound8469755364312271072
print news

রাজধানীর যাত্রাবাড়ীতে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কে ইউটার্ন নেয়ার সময় ট্রাকের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত সাতজন। রোববার দিবাগত রাত দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রাক ঢাকা হয়ে চট্টগ্রাম যাচ্ছিল।

মাতুয়াইল এলাকায় পৌঁছার পর সেখানে ইউটার্ন নিতে যাওয়া একটি পিকআপের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চালক ও তার সহযোগী মারা যান। তবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। বাকি আহতরা রাতেই চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এসআই আবু সায়েম আরও জানান, পিকআপটির ইঞ্জিনের অংশে ক্ষতি হয়েছে। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর সেগুলো হস্তান্তর করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর