বগুড়ায় র‍্যাবের অভিযানে ১৯৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০৫

আপডেট: May 14, 2024 |
inbound4822207328241964099
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা ১৯৩ বোতল ফেন্সিডিলসহহ পাাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

১৩ মে (সোমবার) রাত ১১.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়া, শাজাহানপুর উপজেলার বেতগাড়ী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৯৩ বোতল ফেন্সিডিলসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাট জেলার কালিগত থানাধীন মৌজাশাঘাতি গ্রামের,মোঃ গফুর আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম(১৯), একই জেলা ও থানার কাটামারী গ্রামের মোঃ মনির হোসেন এর ছেলে মোঃ শান্ত (২৭), কাশিরাম গ্রামের মৃত তাহের আলীর ছেলে মোঃজামিরুল ইসলাম(৩২), তালুকশাঘাতি গ্রামের মোঃ মকছেদুর রহমানের ছেলে মোঃমাহবুবুর রহমান(২৭), চামটারবসা গ্রামের মৃত-শান্তরাল এর ছেলে শ্রী শ্যামল চন্দ্র রায়(৩২)।এসব তথ্য র‍্যাব-১২ বগুড়ার কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস রিলিজে নিশ্চিত করেছেন।

র‍্যাবের পাঠানো প্রেস রিলিজে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, লালমনিরহাট হতে ঢাকাগামী মাইক্রোবাস যোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ( ফেন্সিডিল) বহন করছে।

এমন সংবাদের ভিত্তিতে ১৩ মে রাত,২৩,৫০ ঘটিকায় র‍্যাব-১২ বগুড়ার একটি অভিযানিক টিম এর একটি আভিযানিক দল বগুড়া জেলা শাজাহানপুর থানাধীন বেতগাড়ী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে উক্ত পাঁচ জনকে তাদের চালিত মাইক্রোতে বিশেষ কায়দায় রক্ষিত ১৯৩ বোতল ফেন্সিডিল, ০৮টি মোবাইল ও ০৮টি সীমকার্ড উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

প্রেস রিলিজে আরও বলা হয়, ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সথে জরিত। তারা অত্যন্ত চতুর হওয়ায় ধরা ছোঁয়ার বাইরে ছিলো।

আসামীগণ মাদক,পরিবহনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে, এড়িয়ে,মাদকদ্রব্য গন্তব্যস্হান নিরাপদ ভাবে পৌঁছানোর উদ্দেশ্য মাদক বহনকারী গাড়ীর সামনে এস্কর্ট হিসাবে আরো একটি গাড়ি ব্যবহার করত।

এস্কর্ট হিসাবে ব্যবহৃত গাড়িটি রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর কোথাও কোনো টহল/ চেকপোস্ট আছে কিনা তা,পর্যবেক্ষন করে পিছনের মাল বহনকারী গাড়িকে সর্তক করতো।

সামনের এস্কর্টের দেওয়া৷ তথ্যের ভিত্তিতে তারা নিরাপদ রুট নির্ধারণ করে মাদক পরিবহন করতো।

ধৃত আসামীগণের মধ্যে জাকিরুল ইসলাম ও মাহবুবুর রহমানের নামে একটি করে মারামারির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছেন।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর