শরণখোলায় বন্যপ্রাণী সংরক্ষণে গণসচেতনতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট: May 17, 2024 |
inbound5226336343885797911
print news

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় বন্যপ্রাণী সংরক্ষণে গণসচেতনতা কার্যক্রম উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১ টায় তাফালবাড়ী শহীদ তিতুমীর একাডেমিতে শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক রিফাত জাহান মিতুর সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন

সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ আকন,রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হোসেন মিরু,বন্যপ্রানী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম, এনআরএম এন্ড লাইভলিহুড ফ্যাসিলিটেটর শিহাব বিন হাবিব,সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর হাওলাদার,সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য রফিকুল ইসলাম, সাংবাদিক টিটু জমাদ্দার,বন্যপ্রানী সংরক্ষণ কমিটির সদস্য, মোঃ জিহাদ আকন,মোঃ সজিব, মোঃ বেল্লাল হাওলাদার,মোঃ সৌখিন, এবং স্কুলের শিক্ষক বৃন্দ প্রমূখ।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তিনটি বিদ্যালয়ের ৬০ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।

Share Now

এই বিভাগের আরও খবর