আগামীকাল পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট: June 8, 2024 |
inbound4938616197876183655
print news

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সফরে আগামীকাল রোববার তার নিজ শহর পাবনায় যাবেন।

তিনি সেখানে স্থানীয় ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি তার কর্মসূচি অনুযায়ী ১২ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে।

স্থানীয় প্রতিনিধিরা জানান, রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিনের নিজ শহরে আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও এর আশপাশে বিরাজ করছে উৎসবের আমেজ। এ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

রাষ্ট্রপতিকে তাঁর পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

Share Now

এই বিভাগের আরও খবর