ঈদে ট্রেনের ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু

আপডেট: June 10, 2024 |
inbound1515621073165657297
print news

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষে এবার ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করল বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (১০ জুন) সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে। চলবে ১৪ জুন পর্যন্ত।

আজ বিক্রি হচ্ছে ২০ জুনের টিকিট, ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।

পশ্চিমাঞ্চলে চলাচল করার আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের আসন বেলা ২টা থেকে বিক্রি করা হবে।

রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা এই আসন সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে।

যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা শুধু লগইন করেই আসন সংগ্রহ করতে পারবেন।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে ২ জুন থেকে আগাম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। টানা পাঁচ দিন দেওয়া হয় আগাম টিকিট।

কালোবাজারি ঠেকাতে এবার শতভাগ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে। একজন যাত্রী চারটি টিকিট সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

Share Now

এই বিভাগের আরও খবর