সৌদিতে এ পর্যন্ত ১৫ হজযাত্রীর মৃত্যু, পৌঁছেছেন ৭৯৫৫৯ জন

আপডেট: June 11, 2024 |
inbound3317375037536121259
print news

পবিত্র হজ পালনের উদ্দেশে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছন ৭৯ হাজার ৫৫৯ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার হাজার ২৯৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৪ হাজার ২৬২ জন পৌঁছেছেন।

মঙ্গলবার (১১ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ থেকে ২০১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৫টি, সৌদি এয়ারলাইনসের ৬৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৮টি ফ্লাইট পরিচালনা করে।

এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৪ জন পুরুষ এবং একজন নারী।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১২ জুন।

উল্লেখ্য, আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

Share Now

এই বিভাগের আরও খবর