পাঁচবিবিতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট: June 27, 2024 |
inbound5653921862946267081
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রাজেস কুমার রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নিয়ায কাযমীর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

মেলায় উৎপাদিত ফল ও সবজির ১২টি স্টল বসে। অতিথিরা স্টল ঘুরে ঘুরে দেখেন।

Share Now

এই বিভাগের আরও খবর