গাজীপুর অপহরণের শিশুর মৃতদেহ কলাবাগান থেকে উদ্ধার

আপডেট: July 10, 2024 |
inbound3304195479286242018
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে অপহরণের চারদিন পর বাড়ির পাশের কলা বাগান থেকে সাড়ে ৬ বছরের তামিম নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গেল ৬ জুলাই বিকালে নিখোঁজ এর পরে এলাকার বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে থানায় একটি নিখোঁজ ডাইরি করেন।

নিহত তামিম ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মাটিজাপুর গ্রামের নাজমুল এর ছেলে। নিহতের বাবা ভাড়া বাসায় থেকে ব্যবসা করেন।

নিহত স্বজনরা জানান, নিখোঁজের একদিন পর অপরিচিত একটি নাম্বার থেকে ফোনে তামিমকে জীবিত ফেরত চাইলে ১০ লাখ টাকা লাগবে বলে দাবী করে।

পরে নিহতের বাবা  অপহরণকারীর মুক্তি পানের দশ লাখ টাকা সাথে নিয়ে তাদের দেওয়া তথ্য মতে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় যান। কিন্তু পরে অপহরণকারীর মোবাইল বন্ধ পাওয়া যায়।

আজ দুপুরে বাড়ির পাশে কলা বাগানে অর্ধ গলিত তামিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন,জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম মাশরাফ উদ্দিন।

Share Now

এই বিভাগের আরও খবর