রাজধানীর পরিবাগে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আগুন

আপডেট: August 4, 2024 |
inbound5123132258549461462
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিন চলছে। রাজধানীর পরিবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামানের কার্যালয়ে আগুন দেয়া হয়েছে।

আজ রোববার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে আগুন দেয়ার এ ঘটনা ঘটে।

রাজধানী ঢাকাসহ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।

রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা।

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

Share Now

এই বিভাগের আরও খবর