গণমাধ্যমসহ যেসব সেবা ‘অসহযোগ আন্দোলনের’ বাইরে

আপডেট: August 4, 2024 |
inbound4713461270834503891
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ রোববার থেকে এক দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে।

শনিবার (৩ আগস্ট) বিকেলে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম শহিদ মিনারে এই ঘোষণা দেন। সর্বাত্মক অসহযোগে কী চলবে, কী চলবে না, তা জানানো হয়েছে।

অসহযোগ আন্দোলন চলাকালে যেসব বিষয় বাইরে থাকবে তা নিয়ে সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন- ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীসহ পরিবহন সেবা চালু থাকবে।

এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে বলেও জানান আসিফ মাহমুদ।

এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সহিংসতার মাঝেই শিক্ষার্থীদের সঙ্গে বসার আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।

Share Now

এই বিভাগের আরও খবর