গাজার স্কুলে ইসরায়েলি হামলা, কমপক্ষে ৯০ জন নিহত
আপডেট: August 10, 2024
|


গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শনিবার বলেছে, শহরের একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ থেকে ১শ’ জনে দাঁড়িয়েছে।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেন, ‘মৃতের সংখ্যা এখন ৯০ থেকে ১শ’এর মধ্যে এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন। তিনটি ইসরায়েলি রকেট ওই স্কুলে আঘাত হানে যেটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল ছিল।’
গাজার সরকারী মিডিয়া অফিস বলেছে, হামলায় ‘১শ’ জনেরও বেশি শহিদ’ হয়েছে।
সূত্র: বাসস