এখনই প্রাথমিকের পাঠদান শুরু হচ্ছে না

আপডেট: August 12, 2024 |
inbound410461978939914412
print news

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়।

তিনি বলেন, ‘একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে। সার্বিক অস্থিরতা না কমলে শিশুদের স্কুলে পাঠাতে আগ্রহী হবেন না অভিভাবকরা। আমরা সবার সঙ্গে আলোচনা করে স্কুল খোলার সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।’

আজ সোমবার (১২ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিধান রঞ্জন বলেন, ‘মন্ত্রণালয়ের কাজটা বুঝবো, এরপর কাজ শুরু করবো। কর্মকৌশল ঠিক করে সবার সহযোগিতা নিয়ে কাজ করবো।’

গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটাবো কাজের মাধ্যমে। প্রাথমিক শিক্ষা যেকোনও দেশের ভীত। এই মুহূর্তে শিক্ষার মানের উন্নয়ন ঘটাতে হবে। যেন শিক্ষার্থীরা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে।’

Share Now

এই বিভাগের আরও খবর