ছাত্রলীগকে নিয়ে আসিফ নজরুলের বিস্ফোরক মন্তব্য

আপডেট: August 14, 2024 |
inbound4620422163949291343
print news

বিদায়ী সরকারের মন্ত্রী-নেতারা ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রেখেছে উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, আমরা দেখেছি, পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যব্যহার করা হয়েছে।

তাই শুধু পুলিশ বা ছাত্রলীগের অপরাধ দেখলে হবে না, বরং অপরাধ কাজ করার পেছনে যাদের নির্দেশ ছিল, সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিও যদি হয়, তাদেরও বিচার করা সম্ভব।

সূত্র: বিবিসি।

Share Now

এই বিভাগের আরও খবর