খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ মোতায়েন

আপডেট: August 15, 2024 |
inbound38100769546636594
print news

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার গুলশান চেয়ারপার্সনের বাস ভবনের সামনে পুলিশের উপস্থিতি দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল করিব খান বলেন, চেয়ারপার্সনের প্রধান নিরাপত্তা সমন্নয়ক কর্নেল (অব.) মোহাম্মদ ইসহাক মিয়ার সাথে সাক্ষাৎ করে নিরাপত্তা কাজ করবে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার খালেদা জিয়াকে পুলিশি নিরাপত্তা দেয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ও চলাচলের সময় সার্বিক নিরাপত্তাসহ পুলিশ স্কট প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার বর্তমানে অবস্থানকালীন বাসভবন ও চলাচলের নিমিত্ত পুলিশ স্কট বরাদ্দসহ যথোপযুক্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর