গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ

আপডেট: August 25, 2024 |
inbound481900452236538307
print news

আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ডিবির একটি সূত্র ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

রোববার (২৫ আগস্ট) বেলা তিনটার কিছু আগে তাকে আটক করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন জানান, আবদুস সোবহান গোলাপকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

প্রসঙ্গত, আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সংসদ সদস্য ছিলেন। এ বছরের জানুয়ারিতে নির্বাচনে তিনি পরাজিত হন।

এর আগে ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন।

এরপর ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর শেখ হাসিনার নির্দেশে নির্বাচনের সার্বিক মূল্যায়ন ও বিশ্লেষণের নিমিত্তে বিভিন্ন জেলায় ঘুরে তিনি তথ্য-উপাত্ত সংগ্রহ করে রিপোর্ট দেন।

Share Now

এই বিভাগের আরও খবর