কালীগঞ্জে যুবলীগ নেতাকে উপাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি

আপডেট: August 30, 2024 |
inbound1657576450242822548
print news

বৈষম্যবিরোধী ছাত্রদের আবেদন ও আন্দোলনের মুখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ উদ্দিন ওরফে রেফাজ রাঙ্গাকে তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার তাকে অব্যাহতি প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।

জানা গেছে, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ডান হাত খ্যাত রেফাজ উদ্দিন ওরফে রেফাজ রাঙ্গা বাগিয়ে নেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতির পদ। ক্ষমতা দেখিয়ে নিয়োগ নেন তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজে।

সাবেক মন্ত্রী নুরুজ্জামানের প্রভাবে দ্রুত পদন্নতি নিয়ে হয়ে যান উপাধ্যক্ষ। রেফাজ রাঙ্গা মূলত নুরুজ্জামানের ভ্যানগার্ড হিসেবে আত্মপ্রকাশ করেন।

কলেজে অনিয়মিত হলেও সাবেক মন্ত্রী নুরুজ্জামানের সব কাজে যুক্ত থেকে অল্প সময়ে অঢেল সম্পদের মালিক হয়ে ওঠেন উপজেলা যুবলীগ নেতা রেফাজ রাঙ্গা।

একই সঙ্গে তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ হয়ে দুর্নীতির আখড়া গড়ে তোলেন বলে শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

দুর্নীতিবাজ যুবলীগ নেতা কলেজের উপাধ্যক্ষ রেফাজ রাঙ্গার নানা দুর্নীতির বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদ থেকে রেফাজ রাঙ্গাকে অব্যাহতি দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।

কলেজের সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত মোতাবেক উপাধ্যক্ষ রেফাজ উদ্দিনকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর