পোস্টিংয়ের নামে প্রতারণা: সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান সদর দপ্তরের


পোস্টিংয়ের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া এন্ড পিআর ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়েছে, একটি চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে।
এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। এসব প্রতারক চক্রকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।