কালাইয়ে জামায়াতের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ


জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে জামায়াতের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মাত্রাই ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাত্রাই ইউনিয়ন আমির হাফেজ মাওঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া, কালাই উপজেলা জামায়াতের সিনিয়র নেতা মাওঃ নূরুজ্জামান সরকার, তাইফুল ইসলাম, কালাই উপজেলা আমীর আব্দুর রউফ, সেক্রেটারী আব্দুল আলীম, নায়েবে আমীর মুনছুর রহমান, মাওঃ মোজাফ্ফর রহমান সহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ।